184503

ছাত্রীদের ওপর ছাত্রলীগের হামলা! ক্যাম্পাস বন্ধ ঘোষণা

রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি ক্যাম্পাসে ছাত্রীদের ওপর হামলা চালিয়েছে আইএইচটি শাখা ছাত্রলীগ। এতে পাঁচ ছাত্রী আহত হয়েছে। পরে ছাত্রলীগের আরেকটি গ্রুপ ছাত্রীদের পক্ষে অবস্থান নিয়ে তাঁদের পাশে দাঁড়ায়। বুধবার (৬ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ক্যাম্পাসে বহিরাগতদের উৎপাত বন্ধ ও নিরাপত্তার দাবিতে ছাত্রীরা আন্দোলন করে অধ্যক্ষের কাছে অভিযোগ জানিয়ে হোস্টেলে ফেরার পথে এ হামলার শিকার হয়।

হামলায় আহতরা হলেন, আইএইচটির ফার্মেসী বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী রুপা (১৯), নাজনিন আক্তার (১৮), ল্যাব বিভাগের ছাত্রী নিশাত (১৮), ল্যাবের প্রথম বর্ষের ছাত্রী মোহনা, আফরিন শারমিন ও বৃষ্টি।

এদিকে এই ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

সূত্র: বিডি টুয়েন্টিফোর লাইভ

ad

পাঠকের মতামত