184404

মঞ্চ মাতালেন মেয়র

ভোলা সরকারি কলেজে যুবক-যুবতী, নারী-পুরুষসহ সব বয়সী হাজারো মানুষের উপস্থিতি আর করতালিতে চলছিলো নবীন বরণ অনুষ্ঠান। প্রথমেই মঞ্চে উঠেন বৃষ্টি। এরপর মঞ্চে উঠে কাজী শুভ গান শুরু করলে হঠাৎ করে ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামান (মনির) বসে থাকতে পারলেন না।

বেঞ্চ থেকে উঠে নিজেই মাইক্রোফোন হাতে নিয়ে গান গাইতে শুরু করলেন। মঞ্চে থাকা সকল দর্শকরাও একসাথে গান গাইতে শুরু করলেন। মেয়র মনির গান গাওয়ায় দর্শকরা আনন্দে মেতে উঠে। আনন্দে কারও বেঞ্চে বসা হলো না। দাড়িয়ে দাড়িয়ে মনের আনন্দে গান ও নাচে জড়িয়ে গেলেন দর্শকরা ।

এরপর মঞ্চে উঠেন শিল্পী রিংকু । তিনিও জনপ্রিয় কয়েকটি গান পরিবেশন করেন।এরপর রিংকু জনপ্রীয় প্রায় ৪/৫টি গান গেয়ে মাতিয়ে তোলেন পুরো মাঠ।

বিকাল ৪টায় দোলন। এরপর বিকাল ৬টায় মঞ্চে ‘উঠেন আদ্রিতা মুমু। “তুমি যাইওনা যাইওনা বন্ধুরে “গানটিসহ একে একে গান গেয়ে হাজারো দর্শক-শ্রোতাদের মন কেড়ে নেন জনপ্রিয় শিল্পীরা। সন্ধ্যা ৭ পর্যন্ত চলে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ভোলা পৌরসভার মেয়র ও যুবলীগ সভাপতি আলহাজ্ব মেয়র মনিরুজ্জামান মনির, উপাধ্যক্ষ মোঃ গোলাম জাকারিয়া। ফজিলতুন্নেছা মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ, রুহুল আমীন জাহাঙ্গীর, আবদুর রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া খাতুন, জেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম চৌধুরী (পাপন), জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দোস মাহমুদ, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক আল-আমিন এম তাওহীদসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ, আগত অতিথিবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগীত শিল্পী তালহা তালুকদার(বাঁধন)।

সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন ভোলা পৌরসভার মেয়র ও যুবলীগ সভাপতি আলহাজ্ব মেয়র মনিরুজ্জামান মনির ও অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতার।

উল্লেখ্য, মঙ্গলবার (০৫) ডিসেম্বর ভোলা সরকারি কলেজ মাঠে (১৭-১৮) শিক্ষাবর্ষের একাদশ ও অনার্স প্রথম বর্ষের বরণ উপলক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ad

পাঠকের মতামত